২০২৬-এ বিজেপিকে জবাব দেবেন শ্রমিকরা : ঋতব্রত

ঋতব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ পুরপ্রধান গোপাল শেঠ-সহ অন্যরা।

Must read

সংবাদদাতা, বনগাঁ : কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ইতিমধ্যেই ময়দানে নেমেছেন শ্রমিকেরা। লক্ষ্য ২০২৬। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ২৫০-এর বেশি আসনে জয়ী করতে হবে। এরজন্য একটা বিরাট ভূমিকা নেবেন শ্রমিকেরাই। শনিবার বনগাঁয় শ্রমিক সমাবেশে এমনটাই বললেন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঋতব্রত বলেন, দেশের ১০০ জন শ্রমিকের মধ্যে ৯৩ জন অসংগঠিত শ্রমিক।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর কথায় এবং সুরে গানের উৎসব আগামিকাল

এই অসংগঠিত শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি কাজ করে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিনের শ্রমিক সমবেশে উপস্থিত হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বলেন, বাম জমানায় এসএসওয়াই স্কিমে একজন অসংগঠিত শ্রমিক দিতেন ৩০ টাকা আর সরকার দিত ২৫ টাকা। এই ৫৫ টাকা জমা হত। পরিকল্পনাগত ত্রুটি থাকায় বেশিরভাগ শ্রমিক সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর স্কিমের পরিবর্তন করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা বিএমএসএসওয়াই করা হয়েছে। অসংগঠিত শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক প্রকল্প এনে তাঁদের সামাজিক ও আর্থিক সুরক্ষার ব্যবস্থা করেছেন। অন্য দিকে, কেন্দ্রের বিজেপি সরকার নতুন করে সর্বনাশা শ্রম কোড লাগু করার চেষ্টা করছে। কেন্দ্রের বিজেপি সরকার ২৯টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড তৈরি করেছিল। সেখানে ৮ ঘণ্টা কাজের বদলে ১২ ঘণ্টা বা তার বেশি কাজ করতে হবে কোনও ওভারটাইম ছাড়াই। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বনাশ শ্রমকোডের বিরোধিতা করেন। শ্রমিকসভাতেই এদিন হয় রক্তদান ও বস্ত্রদান কর্মসূচিও। ঋতব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ পুরপ্রধান গোপাল শেঠ-সহ অন্যরা।

Latest article