সংবাদদাতা, শিলিগুড়ি : শ্রমিকদের পিএফ (PF) বঞ্চিত করার অভিযোগে কয়েকটি চা–বাগান মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। যাঁরা শ্রমিকদের টাকা নয়ছয় করছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতার করা হবে, এমনকী যে সমস্ত সংস্থার বিরুদ্ধে পিএফ খেলাপের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান মঞ্চ থেকে কেন্দ্রকে একহাত নিয়ে এই হুঁশিয়ারি দিলেন মন্ত্রী মলয় ঘটক।
আরও পড়ুন-”অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন” কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন শ্রমিকদের বঞ্চনা সহ্য করা হবে না, প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুত আমরা। একইভাবে কেন্দ্রেকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যেপাধ্যায়। তিনি বলেন, চা-বাগান শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের কোনও পদক্ষেপ নেই। মোদির কথা আর দিদির কাজের তফাত শ্রমিকেরা বুঝেছেন। শ্রমিকদের পিএফ বঞ্চনা চলছেই। রাজ্যের শ্রম দফতরের মন্ত্রী পিএফ সংক্রান্ত হিসাব চেয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তার উত্তর এখনও দিতে পারেনি। এদিনের কর্মসূচিতে ছিলেন, মন্ত্রী বুলুচিক বরাইক, দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে, গঙ্গাপ্রসাদ শর্মা প্রমুখ।