ভোট শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের বিশ্রাম নেই : মানস

দিদির দূত পোর্টালেও আপলোড যথাযথ। তবু কর্মীদের সজাগ থাকতে বলেন তিনি। বলেন, ভোট শেষ না হওয়া অবধি তৃণমূল কর্মীদের বিশ্রাম নেই।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : জঙ্গলমহলে এসআইআর নিয়ে দিদির দূতদের তৎপরতা দেখে খুশি মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার দায়িত্ব নিয়ে গত চারদিন চষে বেড়াচ্ছেন এলাকা। সোমবার ঘোরেন বান্দোয়ানের তিনটি ব্লক। আয়তনে বাংলার সবচেয়ে বড় এই বিধানসভা ক্ষেত্রে এসআইআরের কাজ প্রায় শেষ। দিদির দূত পোর্টালেও আপলোড যথাযথ। তবু কর্মীদের সজাগ থাকতে বলেন তিনি। বলেন, ভোট শেষ না হওয়া অবধি তৃণমূল কর্মীদের বিশ্রাম নেই।

আরও পড়ুন-গ্রাফাইট কারখানায় গরম পিচ ছিটকে আহত তিন

খারাপ অবস্থা ছিল পুরুলিয়া দু’নম্বর ব্লকে। মানস নিজে গিয়ে কর্মীদের উৎসাহিত করেন। সোমবার ওই ব্লকের সভাপতি হেমন্ত রজক জানিয়েছেন, কাজ শেষ। পোর্টালে সমস্ত বৈধ ভোটারের নথি আপলোড করা হয়েছে। জেলা সভাপতি রাজীবলোচন সরেন বলেন, দলের নেতা-কর্মীরা ভোটারদের পাশে। এমনকী বিরোধী দলের ভোটারও আমাদের কর্মীদের সহায়তা নিয়েছেন। দিদির স্পষ্ট নির্দেশ, সব বৈধ ভোটারের নাম নিশ্চিত করতে হবে। পুরুলিয়া তা করেছে।

আরও পড়ুন-অসমকে বাদ দিয়ে অন্যান্য রাজ্যে এসআইআর কেন? সুপ্রিম কোর্টে মামলা

পুরুলিয়ার জঙ্গলমহলে চারটি বিধানসভা আসনের মধ্যে তিনটি তৃণমূলের দখলে। এর অন্যতম বাঘমুন্ডি, মানবাজার ও বান্দোয়ানে কাজ ইতিমধ্যে শেষ। মানস বলেন, শুধু ফর্ম জমা দিলেই হবে না। খসড়া ভোটার তালিকা দেখতে হবে। যাদের নেই, তাদের আবেদন করাতে হবে, শুনানিতে সহায়তা করতে হবে। আগামী নির্বাচনে দলের রণকৌশল ও নেতাদের কাজ নিয়েও দলীয় কার্যালয়ে আলোচনা করেন মন্ত্রী। বলেন, পুরুলিয়ার সব ক’টি আসনেই জিতবে তৃণমূল।

Latest article