প্রতিবেদন : শনিবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা। তার দু’দিন পরই সোমবার বিকেল চারটেয় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের (TMC) জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দলনেত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ কর্মসমিতির অন্য সদস্যরা। রাজ্যের ছ’টি আসনের উপনির্বাচনে ছয়ে ছয় হতে চলেছে তা নিয়ে আত্মবিশ্বাসী গোটা তৃণমূল শিবির (TMC)। সেই ফলাফল নিয়ে বৈঠকে বিশ্লেষণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আর কোনও নির্বাচন নেই। তাই এই ফলাফল দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সোমবার থেকে শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনে লোকসভায় দলের অবস্থান কী হবে, আদানি-সহ কেন্দ্রীয় সরকারের বিরোধিতার বিভিন্ন ইস্যুগুলি নিয়ে অধিবেশনে কী স্ট্র্যাটেজি নেওয়া হবে সে-বিষয়ও উঠে আসতে পারে বৈঠকে।
আরও পড়ুন- আলু রফতানি বন্ধ, সীমান্তে নজরদারির নির্দেশ টাস্ক ফোর্সের