প্রতিবেদন : রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল ৬-এ ছয়। রাজ্যে জুড়ে সবুজ ঝড়। খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আগামী কাল সোমবার কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-রাজভবনে মূর্তি হাস্যকর! চাপে পড়ে সাফাই গাইলেন রাজ্যপাল
বৈঠক হবে বিকেল চারটেয়। বৈঠকে দলনেত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ কর্মসমিতির বাকি সদস্যরা। রাজ্যের ছটি আসনে জয়ের পর আরও আত্মবিশ্বাসী গোটা তৃণমূল শিবির। টগবগ করছেন নিচুতলার কর্মীরা। উপনির্বাচনের ফলাফল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। ছাব্বিশের বিধানসভার আগে রাজ্যে আর কোনও নির্বাচন নেই। তাই এই ফলাফল দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সোমবার থেকে শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনে লোকসভায় দলের অবস্থান কী হবে, আদানি-সহ কেন্দ্রীয় সরকারের বিরোধিতার বিভিন্ন ইস্যুগুলি নিয়ে অধিবেশনে কী স্ট্র্যাটেজি নেওয়া হবে সে-বিষয়ও উঠে আসতে পারে এই বৈঠকে।