ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের (Trinamool IT Cell) উদ্যোগে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হল। শুক্রবার আগরতলায় দলের ২০০ জন যুব প্রতিনিধি আইটি সেলের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কর্মসূচি এবং সংগঠনকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন – কিসান ক্রেডিট কার্ড মৎস্যজীবীদের
২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই সোশ্যাল মিডিয়াকে আরও বেশি করে সংগঠনের সর্বস্তরে ব্যবহার করার কথা বলা হয়েছে। বিশেষত, ত্রিপুরার যুব সমাজের কাছে পৌঁছতে অত্যন্ত শক্তিশালী এই মাধ্যমকে হাতিয়ার করার কথা বলেছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কর্মশালায় উপস্থিত হয়ে দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক বলেন, ত্রিপুরায় ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দিতে আইটি সেলকে আরও আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে হবে। ত্রিপুরায় স্বাধীনভাবে কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে পারেন না। এমনই স্বৈরাচারী সরকার চালাচ্ছে বিজেপি। কোনও বক্তব্য সরকারের অপছন্দ হলেই মিথ্যে মামলা দিয়ে গারদে পোরা হচ্ছে। এর বিরুদ্ধে আরও ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতেই গর্জে উঠতে হবে।
ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করে সোশ্যাল মিডিয়ায় কোনও প্রচার হলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে পাল্টা প্রচারে নামবে আইটি সেল (Trinamool IT Cell)। এদিনের ওয়ার্কশপে সুবল ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য মৃণাল কান্তি নাথ, রাকেশ দাস, যুবনেতা নীলকান্ত সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…