কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা

এখন শুধু খবর লেখা জানলেই হবে না। জানতে হবে কীভাবে এআই ব্যবহার করে আরও নির্ভরযোগ্য ও মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা যায়।

Must read

প্রতিবেদন : বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) যুগে প্রতিটি ক্ষেত্রেই এআই-ভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সাংবাদিকতার জগতেও দ্রুত জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তথ্য যাচাই থেকে সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা, পরিবেশন-সহ সবক্ষেত্রেই এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন-সার্চ কমিটিতে তছরুপে অভিযুক্ত ও রাজ্যপালের ঘনিষ্ঠজন ঢুকল কীভাবে

কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে এআই আশীর্বাদ না অভিশাপ, তা বোঝাতেই সোমবার কলকাতা প্রেস ক্লাবে বিশেষ আলোচনাসভার আয়োজন করল এআই ফর রিডনেস অ্যান্ড অ্যাডভান্সমেন্ট (এডিআইআরএ)। সংস্থার প্রশিক্ষক জয়দীপ দাশগুপ্ত জানান, সাংবাদিকতায় এআই যেমন গতি ও দক্ষতা বাড়াচ্ছে, তেমনি সাংবাদিকদেরও নতুনভাবে প্রস্তুত হতে হচ্ছে। এখন শুধু খবর লেখা জানলেই হবে না। জানতে হবে কীভাবে এআই ব্যবহার করে আরও নির্ভরযোগ্য ও মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা যায়।

Latest article