চাষের উন্নয়নে কর্মশালা

মালদহ টাউন হলে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চলবে দু’দিন। ফল, ফুল ও সবজি চাষের সাথে যুক্ত কৃষকেরা এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন।

Must read

সংবাদদাতা, মালদহ: ফুল, ফল, শাক-সবজি কীভাবে আরও উন্নত উপায়ে চাষ করা যায় তা নিয়ে অনুষ্ঠিত হল এক কর্মশালা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের উদ্যোগে এই আলোচনাসভার আয়োজন করা হয়। মালদহ টাউন হলে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চলবে দু’দিন। ফল, ফুল ও সবজি চাষের সাথে যুক্ত কৃষকেরা এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন। উন্নত পদ্ধতিতে কীভাবে চাষবাস করা যায় তা নিয়েই মূলত আলোচনা করা হয়।

আরও পড়ুন-শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং, আত্মহত্যা রুখতে টাস্ক ফোর্স গড়ল সুপ্রিম কোর্ট

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা প্রমুখ।

Latest article