সৌমালি বন্দ্যোপাধ্যায় : বিশ্বব্যাঙ্ক ও সেচ দফতরের উদ্যোগে উদয়নারায়ণপুরে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের কাজ ডিপিআর অনুযায়ী হচ্ছে কি না তা খতিয়ে দেখলেন সেচ দফতরের আধিকারিক ও বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা। বৃহস্পতিবার তাঁরা উদয়নারায়ণপুরের শিবানীপুর, রামসরণচক, হোদল, হরালী সহ বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণে চলা ওই মেগা প্রোজেক্টের কাজ ঘুরে দেখেন।
আরও পড়ুন-পাশে মুখ্যমন্ত্রী, আর বিজেপি খাচ্ছে ল্যাংচা
প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাঙ্কের অন্যতম কর্তা মি জুপ, সেচ দফতরের বিভাগীয় আধিকারিক সুমন্ত চট্টোপাধ্যায়, ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত সহ আরও অনেকে। পরিদর্শনের সময় উদয়নারায়ণপুরের শিবানীপুর ও রামসরণচকের বাসিন্দারা প্রতিনিধি দলের সদস্যদের বলেন, ডিপিআর অনুযায়ী কিছু জায়গায় কাজ হচ্ছে। অন্যত্র হচ্ছে না। গ্রামবাসীদের এই বক্তব্য নিয়ে বিধায়ক সমীর পাঁজা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেচ দফতরের আধিকারিকরা জানান, কিছু জায়গায় ডিপিআর অনুযায়ী কেন কাজ হয়নি তা দেখা হবে। বিধায়ক সমীর পাঁজা গ্রামবাসীদের জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধানের জন্য যে পরিকল্পনা করেছেন সেই অনুযায়ীই কাজ হবে। সমস্ত জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পরিকল্পনা ও বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় সেচ দফতর যে ডিপিআর তৈরি করেছে সর্বত্র সেইমতো কাজ হবে। কোথাও এর অন্যথা হবে না।’’