রবিবার সাড়ে ৭টায় বিশ্বকাপ উদ্বোধন আল বায়েত স্টেডিয়ামে

দোহার আল বিদ্দা পার্কে এক মাস ধরে হবে ফেস্টিভ্যাল। এতে অংশ নেবেন বিখ্যাত শিল্পীরা। বিনামূল্যে এই অনুষ্ঠান দেখা যাবে।

Must read

দোহা, ১৭ নভেম্বর : রবিবার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন। প্রথম দিনে আয়োজক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় ম্যাচ। তার দু’ঘণ্টা আগে উদ্বোধনী অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। জমকালো এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন-কাকভোরে ঢাক পিটিয়ে দোহায় মেসি-বরণ

দোহা থেকে ৪০ কিলোমিটার দূরে আল বায়েত স্টেডিয়ামে বসবে উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ দুটোরই আসর। স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ৬০ হাজার দর্শক। এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন শাকিরা। ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন কলম্বিয়ান পপ স্টার। শাকিরার গাওয়া বিখ্যাত ‘ওয়াকা ওয়াকা’ গান আজও সংগীতপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। এবার তিনি কী চমক দেখান, তারই উপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। কিন্তু ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন কলম্বিয়ান পপস্টার। হতাশ অনেকেই।

আরও পড়ুন-রাজ্যের দাবি মেনে মাথা নত কেন্দ্রের, গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ হল টাকা

তবে বলিউডের নোরা ফতেহি এই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। তিনি সমাপ্তিতেও থাকতে পারেন। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএস-এর জানকুকও পারফর্ম করবেন। ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামরাও থাকছেন। ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার নাম শোনা গেলেও, তিনি অনুষ্ঠানে থাকছেন না। প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রড স্টুয়ার্টও। যদিও যাঁরা থাকছেন, তাতেই যে উদ্বোধনী অনুষ্ঠান হিট হতে চলেছে, সন্দেহ নেই। আরও আকর্ষণ ফিফার ফ্যান ফেস্টিভ্যাল। দোহার আল বিদ্দা পার্কে এক মাস ধরে হবে ফেস্টিভ্যাল। এতে অংশ নেবেন বিখ্যাত শিল্পীরা। বিনামূল্যে এই অনুষ্ঠান দেখা যাবে।

Latest article