দুবাই, ১ সেপ্টেম্বর : আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ (women one day world cup 2025)। তার আগেই ভেসে এল সুখবর। এবারের বিশ্বকাপের পুরস্কারমূল্য বেড়েছে ২৯৭ শতাংশ! গত একদিনের বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ছিল ৪২ কোটি টাকা। এবার প্রায় তিন গুণ বেড়ে, সেটা দাঁড়িয়েছে ১২২ কোটি ৫৮ লক্ষ টাকা। যা ছেলেদের বিশ্বকাপের থেকেও বেশি! ২০২৩ একদিনের বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল প্রায় ৮৯ কোটি টাকা।
এবারের মেয়েদের বিশ্বকাপ (women one day world cup 2025) চ্যাম্পিয়ন দল পাবে ২৯ কোটি ৫৬ লক্ষ টাকা। যা গতবারের তুলনায় ২৩৯ শতাংশ বেড়েছে। রানার্স আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। যে চারটি দল সেমিফাইনালে উঠবে, তারা প্রত্যেকে পাবে ৯ কোটি ৮৮ লক্ষ করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পাবে ৬ কোটি ১৮ লক্ষ করে। সপ্তম ও অষ্টম স্থানে দল পাবে ২ কোটি ৪৭ লক্ষ করে। এছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা প্রতিটি দলকে দেওয়া হবে ২ কোটি ২০ লক্ষ টাকা করে। বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলেই ৩০ লক্ষ টাকা করে পাওয়া যাবে। সব মিলিয়ে মেয়েদের বিশ্বকাপের এবার অর্থের ছড়াছড়ি।
এদিকে, ভারত বিশ্বকাপের হলেও, পাকিস্তান নিজেদের সবক’টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। অংশগ্রহণকারী আটটি দেশ খেলবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। অর্থাৎ প্রতিটি দেশ একে অন্যের বিরুদ্ধে খেলবে। পয়েন্টের বিচারে প্রথম চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনাল ২ নভেম্বর।
বিশ্বকাপের পুরস্কারমূল্যে ছেলেদের টেক্কা মেয়েদের
