বিশ্বকাপের ছাড়পত্র? এড়ালেন শুভমন

সিডনিতে শেষ ম্যাচে রান পেলেও বিরাট-রোহিতের ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে সরাসরি কিছু বললেন না ভারত অধিনায়ক শুভমন গিল।

Must read

সিডনি, ২৫ অক্টোবর : সিডনিতে শেষ ম্যাচে রান পেলেও বিরাট-রোহিতের ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে সরাসরি কিছু বললেন না ভারত অধিনায়ক শুভমন গিল। খেলার পর তাঁকে রো-কোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আগে শোনা গিয়েছিল বিশ্বকাপে খেলতে হলে দু’জনকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। শুভমন শনিবার খেলার পর বলছিলেন, তাঁরা এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। তার আগে দুটি একদিনের হোম সিরিজ রয়েছে। তাতে খেলার পরই ২০২৭ বিশ্বকাপ নিয়ে ভাবা হতে পারে।

আরও পড়ুন-রাজনৈতিক নিয়োগ! ‘স্মৃতিভ্রষ্ট’ গদ্দারকে কড়া জবাব তৃণমূলের

শুভমনের কথায়, এক মাস পরেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। তার দু’মাস পর নিউজিল্যান্ড আসবে। এই দুই সিরিজের পর কিছুদিন একদিনের ম্যাচ নেই। তখন ওদের নিয়ে ভাবা হবে। দেখা হবে ওদের বিজয় হাজারে ট্রফিতে খেলার দরকার আছে কিনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ নভেম্বর থেকে একদিনের সিরিজ রয়েছে। তারপর ১১ জানুয়ারি থেকে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। এরপর জুনে আবার আফগানিস্থান সিরিজ। বিরাট ও রোহিত দলে থাকলে যে তাঁর সুবিধা হয় সেটাও স্বীকার করে নিয়েছেন শুভমন। তিনি বলেন, ওরা দুজনেই প্রাক্তন অধিনায়ক। এত অভিজ্ঞতা! আমার সুবিধা হয়। ওরা মাঠে পরামর্শ দেয়। আমার সঙ্গে কথা বলে। এতে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়। প্রসঙ্গত, রোহিত ও বিরাট এই সিরিজে মাঠে দাঁড়িয়ে শুভমনকে অনেক পরামর্শ দিয়েছেন। এতে নতুন অধিনায়ক খোলা মনে নিজের কাজ করতে পেরেছেন।

Latest article