মুম্বই, ১৮ অগাস্ট : আগামী মাসে মেয়েদের বিশ্বকাপ (worldcup) ক্রিকেট হবে ভারতে। হরমনপ্রীত কউরের নেতৃত্বে কারা খেলবেন এই বিশ্বকাপে তা জানা যাবে আজ, মঙ্গলবার। এদিনই দল ঘোষণা। রেণুকা সিং ও শেফালি ভার্মাকে নিয়ে প্রশ্ন রয়েছে। রেণুকা হয়তো দলে থাকবেন, কিন্তু মেয়েদের আইপিএলের পর থেকে আর কোনও ম্যাচ খেলেননি। রেণুকা সুযোগ না পেলে অরুন্ধতী রেড্ডি ও ক্রান্তি গৌড়ের উপর ভরসা রাখতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘এ’ ম্যাচে শেফালি তিনটি ম্যাচ খেলে মাত্র ৫০ রান করেছেন।
আরও পড়ুন-দৈত্য মাকড়সাদের দেশে
ফলে তাঁর জায়গা অনিশ্চিত। প্রতিকা রাওয়াল ওপেনিংয়ে মোটামুটি নিশ্চিত। যদি শেফালিকে দলে নেওয়া হয়, তাহলে তিনি ব্যাকআপ হিসেবে থাকবেন। আবার রিচা ঘোষের ব্যাকআপ থাকতে পারেন যস্তিকা ভাটিয়াও। ফলে দল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।