আমেদাবাদ, ২৪ অক্টোবর : সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৫৯ রানে হারিয়ে একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। একই সঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্বে হারের বদলাও নিলেন স্মৃতি মান্ধানারা। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৪৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৭ রান তুলেছিল ভারত। জবাবে ৪০.৪ ওভারে ১৬৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে ৩৫ রানে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা দীপ্তি শর্মা।
আরও পড়ুন-হাজার হাজার কর্মীকে নিয়ে মনোনয়ন আত্মবিশ্বাসী সুজয়, মানুষ সঙ্গে আছেন
পিচে বল গড়ানোর আগেই এদিক ধাক্কা খেয়েছিল ভারত। চোটের জন্য শেষ মুহূর্তে ছিটকে যান অধিনায়ক হরমনপ্রীত কৌর। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানা (৫) আউট হয়ে যান। তবে শেফালি ভার্মা (২২ বলে ৩৩) ও যস্তিকা ভাটিয়া (৪৩ বলে ৩৭) দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন। এরপর স্কোরবোর্ড সচল রাখেন তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা ও জেমাইমা রডরিগেজ। তেজল ৬৪ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। দীপ্তির অবদান ৫১ বলে ৪১। ৩৬ বলে ৩৫ করেন জেমাইমা। ফলে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছিল ভারত।
আরও পড়ুন-সরকারি হাসপাতালে নিখরচায় বসল মল ও যোনিদ্বার, পুত্রের জন্ম দিলেন বধূ
রান তাড়া করতে নেমে, রাধা যাদবের স্পিনের সামনে অসহায় দেখিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটারদের। ৩৫ রানে ৩ উইকেট দখল করেন রাধা। মিডিয়াম পেসার সাইমা ঠাকরে ২৬ রানে ২ উইকেট দখল করেন। ৫৪ বলে ৩৯ রান করেন ব্রুক হলিডে। এছাড়া ম্যাডি গ্রিন ৩১ ও লরেন ডাউন ২৬ রান করেন। শেষ দিকে, একাই দলকে টানছিলেন আমেলিয়া কের। কিন্তু সঙ্গীর অভাবে ২৫ রানে অপরাজিত থেকে যান তিনি। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় মেয়েদের। এদিনের জয় সেই ক্ষতে প্রলেপ দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এদিনের জয়।