রহস্যজনক নিউমোনিয়ায় (Mysterious Pneumonia) চিনে ক্রমশ আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রাপ্তবয়স্করাও সংক্রামিত হচ্ছে। তবে শিশুদের সংখ্যাই বেশি। এই নিউমোনিয়া নিয়ে নতুন করে আতঙ্ক বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কোভিডের কাঁটা কাটিয়ে উঠতে না উঠতেই এবার মাথাচাড়া দিচ্ছে নিউমোনিয়া (Mysterious Pneumonia)। চিনের বেশ কিছু জায়গায় মাস্ক ফিরেছে। তাহলে কি অজানা কোনও ভাইরাসে কাবু লাল ফৌজের দেশ? পাশাপাশি সে দেশে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্র সংক্রান্ত অসুস্থতা বাড়তে থাকায় এবার এই দুয়ের ক্লাস্টার রিপোর্ট তলব করে WHO। আর সেই রিপোর্টে অজানা ভাইরাসের আশঙ্কা উড়িয়ে দিল চিন।
আরও পড়ুন: পুরোপুরি বন্ধ হল দিল্লির আফগানিস্তান দূতাবাস
চিনের তরফে বলা হয়েছে এই ভাইরাসের মধ্যে কোনও অস্বাভাবিক প্যাথোজেন শনাক্ত করা যায়নি। এটি একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফল যা সহজে শিশুদের কাবু করে দিচ্ছে। শ্বাসকষ্টের সঙ্গে যুক্ত রয়েছে মাইকোপ্লাজমা নিউমোনিয়ার পরিচিত প্যাথোজেনের সঞ্চালন। মূলত মে মাস থেকেই এটা শুরু হয়, তারপর থেকে ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাসের দাপট বাড়তে থাকে। অক্টোবর থেকে চিন্তা বাড়ে চিকিৎসক মহলেও। কিন্তু এটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগের কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেও ক্লাস্টার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হু-এর তরফে চিনের কাছে পরিচিত রোগ জীবাণু সঞ্চালনের প্রবণতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে আরও অনেক তথ্য চাওয়া হয়েছে বলে খবর।