প্রতিবেদন : স্বাস্থ্য পরিষেবায় দেশের মধ্যেই শুধু নয়, সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করল কলকাতার এসএসকেএম হাসপাতাল। একদিনে ৩৪ জনের মাইক্রোসার্জারি করে গলব্লাডার স্টোন অপারেশন করা হল এই হাসপাতালে। যা একটি বিরল দৃষ্টান্ত। বিশ্বের কোনও হাসপাতালে একদিনে এতজনের অস্ত্রোপচার করে গলব্লাডারের পাথর বের করা হয়নি। সকাল সাড়ে ৯টায় শুরু করে টানা বিকেল ৩টে পর্যন্ত একসঙ্গে ৬টি ওটি’তে অস্ত্রোপচার করছেন বিশেষজ্ঞ সার্জেনরা। চলতি সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রায় ২৫০ জনের মাইক্রো সার্জারি করে গলব্লাডার স্টোন অপারেশন করা হবে। জানা গেছে, সোমবার ৩৪ জনের, মঙ্গলবার ৩০ জনের অস্ত্রোপচার করা হয়েছে। ৩৪ জনের মধ্যে ৩২ জনকে এদিন ছুটি দিয়ে বাড়ি পাঠিয়েও দেওয়া হয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
আজ, বুধবার ৪০ জনের এই অপারেশন করা হবে। এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ সিরাজ আহমেদ জানান, একসঙ্গে একদিনে কোনও হাসপাতালে ৩৪ জনের গলব্লাডার স্টোন অপারেশন বিশ্বরেকর্ড। শুধু ভারত নয়, বিশ্বের কোনও হাসপাতালেই এই রেকর্ড নেই। এর পুরো কৃতিত্বই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের। আমাদের এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ এই অস্ত্রোপচারের উদ্যোগ নেন। শনিবারের মধ্যে আমরা প্রায় ২৫০ জনের অপারেশন করব। দু’দিনে ৬৪ জনের অপারেশন হয়েছে। সবারই ল্যাপকোলি অর্থাৎ মাইক্রো সার্জারি করা হয়েছে। তাঁরা সকলেই সুস্থ আছেন। গলস্টোন অপারেশনের জন্য যাতে রোগীদের দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকতে না হয় তার জন্যেই আমাদের এই উদ্যোগ। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে বেজায় খুশি রোগী ও তাঁদের পরিবারের লোকজনেরাও। তাঁরা বলছেন, এর ফলে অনেক দ্রুত অস্ত্রোপচার সম্ভব হল। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্যের সহ-সভাপতি ও বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কতটা উন্নতি হয়েছে এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। শুধু সারা দেশেই নয়, একসঙ্গে একদিনে এতজনের গলব্লাডার স্টোন অপারেশন করে বিশ্বে নজির সৃষ্টি করল কলকাতার এসএসকেএম হাসপাতাল।