প্রতিবেদন : কলকাতা তথা পশ্চিমবঙ্গের (West Bengal) মুকুটে গর্বের নয়া পালক। এবার কলকাতায় তৈরি হতে চলেছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ (World Trade Center)। হ্যাঁ, সেই ট্যুইন টাওয়ারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগামী চলতি মাসেই রাজ্য সরকারের সঙ্গে ওই পৃথিবী-বিখ্যাত সংস্থার ‘মউ’ স্বাক্ষর হতে চলেছে। সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় নিজেই এ-খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওয়ার্ল্ড ট্রেড কর্তৃপক্ষ কলকাতায় একটি বিশাল ইউনিট গড়তে চান। নিশ্চিত ভাবেই যা রাজ্যের ব্যবসা-বাণিজ্য ও শিল্প-মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের ২১ তারিখেই জমি দেখতে ও মউ স্বাক্ষর করতে কলকাতায় আসছেন ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের’ (World Trade Center) প্রতিনিধিরা। যা জানা যাচ্ছে প্রাথমিক ভাবে রাজ্য সরকারের তরফে নিউটাউনে জমির ব্যবস্থা করা হবে৷ তবে ওই সংস্থার প্রতিনিধিরা যে-জমি পছন্দ করবেন সেই জমিতেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি বড় ইউনিট তৈরির জন্য ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের জন্য ‘মউ’ (MoU) স্বাক্ষর হবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলতেই সকলের মনে আমেরিকার সেই গগনচুম্বী ট্যুইন টাওয়ারের কথাই মনে আসে যা এক সকালে জোড়া বিমানের সন্ত্রাসবাদী হামলায় গুঁড়িয়ে দিয়েছিল লাদেন-বাহিনী। মারা গিয়েছিলেন কয়েক হাজার হতভাগ্য মানুষ। নিখোঁজ আরও কয়েকশো। তারপর জল গড়িয়েছে বহুদূর। সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বড় ইউনিট কলকাতায় করার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে একটি বিষয় স্পষ্ট, বিরোধীরা যতই কুৎসা করুক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ শিল্পের নয়া ডেস্টিনেশন।