‘তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক অস্ত্রের লড়াই হবে’, হুঁশিয়ারি রাশিয়ার

Must read

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে (Russia Ukraine war) ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন অনেকেই। এবার সেই আশঙ্কা উস্কে দিলেন রুশ বিদেশ মন্ত্রী সারগেউ লাভরোভ। পুতিনের মন্ত্রিসভার এই সদস্য জানালেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তবে তা পারমাণবিক যুদ্ধ হবে।

গত সপ্তাহেই ইউক্রেনের বিরুদ্ধে স্পেশ্যাল মিলিটারি অপারেশন শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এরপর থেকেই ইউক্রেনজুড়ে গোলাবর্ষণ (Russia Ukraine war) শুরু করে রুশ সেনা। একের পর এক ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংস করে রুশ সেনা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই রুশ ধ্বংসলীলার ভিডিও ছড়িয়ে পড়েছে।

যদিও রুশ প্রেসিডেন্টকে তাঁর কৃতকর্মের জন্য কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “তিনি হয়ত ভাবছেন যুদ্ধক্ষেত্রে জিতছেন, কিন্তু এর জন্য ওনাকে বড় মূল্য চোকাতে হবে। আগামিদিনে কী হবে, এর কোনও ধারনা নেই”। 

Latest article