প্রতিবেদন: নেপথ্যে মানসিক বিকার ‘পিকা’। মাটি, কাঠের টুকরো, সুতো-সহ নানা অখাদ্য-কুখাদ্য নিমেষের মধ্যে পুরে দিত মুখে। অভ্যাসটা পেয়ে বসেছিল সেই শৈশব থেকেই। কৈশোরে পা দেওয়ার পরে দেখা দিল ভয়ঙ্কর শারীরিক জটিলতা। পেট ব্যথা, বমি—প্রথমে যেন চেনা উপসর্গ। কিন্তু অস্ত্রোপচারের টেবিলে উঠে এল চাঞ্চল্যকর ছবি। পাকস্থলী চিরে বেরোল ২১০ সেন্টিমিটার লম্বা চুলের বল। ১৪ বছরের এক কিশোরীর পেট থেকে একটানা এই দৈর্ঘ্যের ট্রাইকোবেজোয়ার বা চুলের বল বের করে তাক লাগালেন জয়পুরের চিকিৎসকেরা। গড়লেন নতুন বিশ্ব রেকর্ড।
আরও পড়ুন-খটখটে ইডেনে ক্রিকেট, আমেদাবাদে বৃষ্টি
আগের রেকর্ড ছিল ১৮০ সেন্টিমিটার। সেই নজির ভেঙে চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায় লিখলেন রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালের চিকিৎসকদল। আগ্রার বাসিন্দা, দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী দীর্ঘদিন ধরে পেট ব্যথা, বমি, অস্বস্তিতে ভুগছিল। স্থানীয় ডাক্তারদের দেখানোর পরে সমস্যা না মেটায়, তাকে নিয়ে আসা হয় জয়পুরে। পরীক্ষায় ধরা পড়ে পাকস্থলীর মধ্যে জমে রয়েছে শক্ত বস্তু, যা ছড়িয়ে পড়েছে নাভি থেকে পেটের ডানদিক অবধি। কনট্রাস্ট এনহান্সড সিটি স্ক্যানে ধরা পড়ে পাকস্থলীতে অস্বাভাবিক কিছু। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশনের। পেট কেটে যখন চিকিৎসকেরা চুলের দলটি টেনে বের করলেন, তখন তাঁরা দেখেন সেটি ক্ষুদ্রান্ত্র পর্যন্ত ঢুকে গিয়েছে। কিন্তু কিশোরীর পেটের মধ্যে এত চুল এল কী করে? জানা গিয়েছে, ছয় বছর ধরে মাটি, কাঠের টুকরো, সুতো, চক খাওয়ার অভ্যাস ছিল তার। এই অদ্ভুত খাদ্যাভ্যাসের পিছনে রয়েছে এক মানসিক ব্যাধি, ‘পিকা’। চিকিৎসকদের মতে, এই রোগে আক্রান্তরা অখাদ্য বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়েন। চিকিৎসকদের দাবি, বিশ্বের ইতিহাসে এটাই দীর্ঘতম ট্রাইকোবেজোয়ার, যা একটানা অবস্থায় সফলভাবে অপসারণ করা হয়েছে। বিশ্ব রেকর্ডও গড়েছে এই অপারেশন। চিকিৎসার পাশাপাশি এবার মানসিক কাউন্সেলিং ও খাদ্যাভ্যাসে নজর দেওয়ার কাজ শুরু হয়েছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…