প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম (World’s Oldest Person) মানুষ লুসেইল র্যান্ডন ওরফে সিস্টার আন্দ্রে (Sister Andre)। ১১৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বের প্রবীণ তম মানুষ আন্দ্রে। তিনি ছিলেন ফ্রান্সের বাসিন্দা। সেখানকার স্থানীয় সময় অনুযায়ী রাত দুটো নাগাদ তিনি প্রয়াত হন। খ্রিস্টান সন্ন্যাসী সিস্টার আন্দ্রে বিশ্বের সকল জীবিত ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রবীণতম।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করে পাকিস্তানেই বহাল তবিয়তে দাউদ
১৯০৪ সালে জন্মেছিলেন সিস্টার আন্দ্রে। ১৯ বছর বয়সে ক্যাথলিক ধর্ম গ্রহণ করার পর খ্রিস্টান সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Second World war) সময়ে অসুস্থ সেনা জওয়ানদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। যুদ্ধ শেষের পর ২৮ বছর হাসপাতালে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। ২০২১ সালে করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তারপর থেকে ক্রমাগত নানান রকম বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন সিস্টার আন্দ্রে। মঙ্গলবার মধ্যরাতে প্রয়াত হলেন বিশ্বের প্রবীনতম মানুষ। উল্লেখ্য, গত বছর জাপানের কেন তানাকা ১১৯ বছর বয়সে মারা যাওয়ার পর সিস্টার আন্দ্রে বিশ্বের প্রবীনতম (World’s Oldest Person) তম মানুষের খেতাব অর্জন করেন।