সত্যাগ্রহের পথে কুস্তিগিররা, কড়া অবস্থান নিচ্ছে পুলিশও

বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকদের রবিবার রাতেই পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হলেও যন্তর মন্তরে আর ধরনায় বসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পুলিশ।

Must read

নয়াদিল্লি, ২৯ মে : দেশের হয়ে পদকজয়ী কুস্তিগিরদের আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই আরও কঠোর অবস্থান নিল দিল্লি পুলিশ। বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকদের রবিবার রাতেই পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হলেও যন্তর মন্তরে আর ধরনায় বসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের হাতে নিপীড়িত হওয়ার পরেও পাল্টা সাক্ষীরাও বলে দিচ্ছেন, তাঁরা সব কিছু নতুনভাবে পরিকল্পনা করতে ব্যস্ত। সত্যাগ্রহ আন্দোলনের পথে হাঁটতে চান তাঁরা।

আরও পড়ুন-‘থালা’র টানে স্টেশনেই রাত কাটল সমর্থকদের

সোমবার দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বলেছেন, ‘‘কুস্তিগিররা যদি আবার অবস্থানে বসার জন্য আবেদন করেন, তাহলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও তাঁদের বসার অনুমতি দেওয়া হবে।’’ নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে। পুলিশের তরফে কুস্তিগিরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যা দেখে বজরং পুনিয়া বলেছেন, ‘‘ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে এক সপ্তাহের বেশি সময় লেগেছে। আর আমাদের বিরুদ্ধে এফআইআর হল কয়েক ঘণ্টার মধ্যেই।’’

আরও পড়ুন-ধোনি কি সারাজীবন খেলবে, প্রশ্ন কপিলের

রবিবার সোনার মেয়েদের উপর পুলিশি নির্যাতনের লজ্জার ছবি দেখেছে গোটা দেশ। নিন্দায় সরব হয়েছে সব মহল। দিল্লি পুলিশের বক্তব্য, প্রতিবাদী কুস্তিগিরদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই আইন মেনেই এফআইআর দায়ের হয়েছে। প্রাক্তন এক আইপিএস অফিসার ট্যুইটারে বজরংদের গুলি করার হুমকি দিয়েছেন। তা নিয়ে বজরংয়ের বক্তব্য, ‘‘আইপিএস অফিসার আমাদের গুলি করার কথা বলেছেন। আপনার গুলি আমি বুকে নিতে চাই।’’

Latest article