প্রতিবেদন : অনলাইনেই হবে মাধ্যমিকের (Madhyamik Exam) ফর্ম ফিলআপের কথা বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যেই জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। এবার রাইটারের আবেদন করতে গেলে তাও অনলাইনেই করতে হবে বলে জানিয়ে দিল পর্ষদ কর্তৃপক্ষ। অর্থাৎ গোটা পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে অনলাইনেই হাঁটছে পর্ষদ। এবার অনলাইনে ফর্ম পূরণ করার পাশাপশি অনান্য সুবিধা নেওয়ার আবেদন এই অনলাইনেই করতে হবে। যার মধ্যে অন্যতম বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য রাইটারের আবেদন। এমনকি পড়ুয়াদের শংসাপত্রও দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। ফর্ম ফিলআপ করে তার দুটো কপি ডাউনলোড করতে হবে। একটি থাকবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কাছে অপরটি জমা দিতে হবে পর্ষদের অফিসে। পুরো প্রক্রিয়ায় দ্রুত এবং নির্ভুল করতেই এই উদ্যোগ বলে জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) জন্য ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিলাপ। শেষ সময়, ১৮ ডিসেম্বর রাত ১২টা। পর্ষদের বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে। এবার থেকে প্রতিটি স্কুলে একদম সরাসরি পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই সকল তথ্য আপডেট করবে। আপলোডে দেরি হলে কঠোর পদক্ষেপ।
আরও পড়ুন- হাজিরায় বায়োমেট্রিক পদ্ধতিই গ্রহণযোগ্য, বিজ্ঞপ্তি জারি নবান্নে