সংবাদদাতা, রায়গঞ্জ : ভ্রান্তনীতি বরদাস্ত নয়। বিজেপি বর্জিত দেশ গড়বে মানুষই। ইটাহারের প্রতিবাদ সভার মঞ্চে যখন বিধায়ক মোশারফ হোসেন এইভাবে তীব্র আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রকে তখনই অগুনতি সাধারণ মানুষ দু’হাত তুলে, সমর্থন জানালেন। সঙ্গে দিলেন স্লোগানও। বিজেপির দুর্নীতি, বাংলাভাগের চক্রান্ত এইসবের প্রভাব এবার যে আসন্ন পঞ্চায়েত ভোটে পড়বে তা একপ্রকার স্পষ্ট হয়ে গেল। শুক্রবার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের একাধিক ভ্রান্ত নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ইটাহারের তৃণমূলের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে ইটাহার পঞ্চায়েত অন্তর্গত চালুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় দেখা গেল জনজোয়ার। ব্লকের প্রত্যেক এলাকা থেকে কর্মী-সমর্থকেদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি ইটাহার ব্লকেই বিজেপির রাজ্য সভাপতির ডাকে আয়োজিত জনসভায় কার্যত ফাঁকা মাঠেই বক্তৃতা দিতে বাধ্য হন দলের নেতাকর্মীরা। ঠিক সেখানেই বিধায়কের ডাকে জনসভায় জনজোয়ার হওয়ায় বিরোধীদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-ড্রেসিংরুমের বন্ধ লকার নিয়ে জল্পনা
সভায় ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তিলন চৌধুরি, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যোগেন্দ্রনাথ রায় ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি কার্তিক দাস, ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি মোজাফফর হোসেন, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রিনা সরকার, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাহেরুল হক সুকান্ত মণ্ডল, কাঞ্চন সরকার প্রমুখ। জেলাসভাপতি কানইয়ালাল আগরওয়াল বলেন, বিজেপি উপর থেকে নিচে পুরোপুরিভাবে একটি দুর্নীতিবাজদের দল। সাধারণ মানুষকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তারা।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…