মুম্বই, ২৯ ডিসেম্বর : ভারতের হারের পর ভুল শট নির্বাচনের দিকে আঙুল তুললেন শচীন তেন্ডুলকর। সরাসরি রোহিতদের নাম না করলেও দু-চারজনকে বাদ দিয়ে সবার দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
সুপারস্পোর্ট পার্কে ভারত ইনিংস ও ৩২ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। অথচ এই সিরিজ শুরু হওয়ার আগে এমনই বলা হয়েছিল যে, এবার সিরিজ জয়ের সেরা সুযোগ রয়েছে ভারতের। গ্রেম স্মিথদের দেশ থেকে কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। এবারও যে সেটা হবে না, সেটা এখন স্পষ্ট।
আরও পড়ুন-যাত্রায় ৮৫ জেলা পেরোবেন রাহুল
সেঞ্চুরিয়নে ভারতের শোচনীয় হারের পর শচীন এক্স হ্যান্ডলে লিখেছেন, আমি প্রথমে ভেবেছিলাম যে প্রথম ইনিংসের পর দক্ষিণ আফ্রিকা হয়তো একটু অখুশি থাকবে। কিন্তু ওদের ফাস্ট বোলাররা দ্বিতীয় ইনিংসে অসাধারণ স্কিল দেখিয়ে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। আর সেটা পিচ অপেক্ষাকৃত সহজ হয়ে আসার পর। আমি যা দেখেছি তাতে এটাই মনে হয়েছে যে, ব্যাটারদের আরও ভেবে শট নির্বাচন করতে হবে। গোটা টেস্টে এলগার, জানসেন, বেডিংহ্যাম, কোহলি ও রাহুলকে সহজে ব্যাট করেছে। পরিস্থিতির সঙ্গে টেকনিককে কাজে লাগিয়ে ওরা এগিয়ে গিয়েছে। শচীন না বললেও ভারতীয় ব্যাটাররা হারের পর তীব্র সমালোচিত হয়েছেন। রোহিত দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। শুভমন, যশস্বী, শ্রেয়সরাও স্যুইং ও গতির কাছে পরাস্ত হয়েছেন। এই অবস্থায় অজিঙ্ক রাহানের মতো দলে না থাকা সিনিয়র ব্যাটারের অভাব অনুভূত হয়েছে। বিরাট ও রাহুল ছাড়া বাকিদের এমন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো টেকনিকের অভাব দেখা গিয়েছিল।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…