আবার একবার চিকিৎসকদের গাফিলতি প্রকাশ্যে। যুধিষ্ঠির ভাটি নামের ৭ বছরের এক কিশোরের বাঁ চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছিল। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটির বাঁ চোখে প্লাস্টিক জাতীয় কিছু আছে। অস্ত্রোপচার করে বের করতে হবে। পরিকল্পনা মাফিক ১২ নভেম্বর গ্রেটার নয়ডার (Noida) সেক্টর গামা ১-এ অবস্থিত আনন্দ স্পেকট্রাম হাসপাতালে অস্ত্রোপচার হয়। মোট ৪৫ হাজার টাকা খরচ করে অস্ত্রোপচার করা হয়। চোখের অপারেশনের পর তাঁকে বাড়ি নিয়ে চলে আসেন তাঁর বাবা-মা। শিশুটির সেই সময় দুই চোখেই ব্যান্ডেজ বাঁধা ছিল। নির্দিষ্ট সময় পর তাঁর মা চোখের ব্যান্ডেজ খুলতেই দেখেন বাঁ-চোখের বদল ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। দ্রুত হাসপাতালে যান তাঁরা। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বচসা শুরু হয়।
আরও পড়ুন-ধাপায় মর্মান্তিক দুর্ঘটনা পড়ুয়া ভর্তি পুলকারের, জখম ১ পড়ুয়া
চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন শিশুটির বাবা-মা। গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিক্যাল অফিসারের কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা। সেখানে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং হাসপাতাল সিল করে দেওয়ার দাবি তোলা হয়েছে। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। কিন্তু এই গাফিলতির কি কারণ সেই নিয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…