প্রতিবেদন: বোমাতঙ্কের জেরে এবার কেন্দ্রের তোপের মুখে ইলন মাস্কের সংস্থা এক্স। গত কয়েকদিন ধরে লাগাতার ভারতের শতাধিক অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। এর জেরে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেত্রে বিমানের রুট বদল করা হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে একাধিক এয়ারলাইন্স সংস্থার। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ও আইন প্রণয়নের বার্তা দেওয়ার পাশাপাশি এবার ইলন মাস্কের সংস্থাকে তোপ দেগেছে মোদি সরকার।
আরও পড়ুন-মনোনয়ন জমা প্রিয়াঙ্কার
মাস্কের সংস্থাকে প্ররোচনাকারী হিসাবে অভিযুক্ত করে কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে সাবেক টুইটার তথা বর্তমানে মাস্কের পরিচালনাধীন এক্স থেকে করা পোস্টের মাধ্যমে। জানা গিয়েছে, বিমানে শতাধিক বোমাতঙ্কের ভুয়ো বার্তা ছড়ানোর অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে অসামরিক পরিবহন মন্ত্রক। সেখানে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের যুগ্মসচিব এক্স এবং মেটার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। বৈঠকে এক্স প্রতিনিধিদের ভর্ৎসনা করে কেন্দ্রীয় সরকার। বলা হয়, অপরাধে প্ররোচনা দিয়েছে মাস্কের সংস্থা এক্স। লাগাতার ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর পরেও কেন গুজব ছড়ানোর বিষয়ে কড়া পদক্ষেপ করা হয়নি? উদ্ভূত পরিস্থিতিতে বিমানের নিরাপত্তা সংক্রান্ত আইন বদলের কথা বলেছে কেন্দ্র। সেইসঙ্গে তদন্তকারী দলের পক্ষে জানানো হয়, লন্ডন, জার্মানি, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এধরনের বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে ভিপিএন পরিষেবা ব্যবহার করে।