টেন হ্যাগের বিকল্প জাভি, তুঙ্গে জল্পনা

ডেইলি মেল খবর করেছে, জাভির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন ম্যান ইউ কর্তারা। আলোচনা ইতিবাচক হয়েছে।

Must read

লন্ডন, ২৪ অক্টোবর : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে এরিক টেন হ্যাগের ছাঁটাই হওয়া শুধুই সময়ের অপেক্ষা। এমনটাই দাবি করছে ব্রিটিশ মিডিয়া। শুধু তাই নয়, ম্যান ইউয়ের নতুন কোচের নাম বলে দিয়েছে তারা। খবর হল, কোনও অঘটন না ঘটলে, স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ হতে চলেছেন টেন হ্যাগের বিকল্প!

আরও পড়ুন-দুর্দান্ত জয়েও সিরিজ হাতছাড়া হরমনদের

ডেইলি মেল খবর করেছে, জাভির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন ম্যান ইউ কর্তারা। আলোচনা ইতিবাচক হয়েছে। খুব দ্রুতই নতুন কোচ হিসেবে জাভির নাম ঘোষণা করে দেওয়া হবে। গত মরশুমেই ছাঁটাই হতেন টেন হ্যাগ। কিন্তু দল এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়াতে সে যাত্রায় চাকরি বেঁচে যায় তাঁর। কিন্তু চলতি মরশুমেও টেন হ্যাগের কোচিংয়ে ধুঁকছে ম্যান ইউ। প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে তারা। ইউরোপা লিগেও দুটি ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি। ফলে টেন হ্যাগের উপর চরম বিরক্ত ক্লাব কর্তারা। অনেকদিন ধরেই তাঁরা নতুন কোচের খোঁজে ছিলেন। যা সম্ভবত শেষ হচ্ছে প্রাক্তন বার্সেলোনা কোচ জাভিতে।

Latest article