প্রতিবেদন : ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করবেন না শি জিনপিং (Xi Jinping)। আমেরিকাকে বার্তা চিনের। বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে শুল্কযুদ্ধ চরমে উঠেছে। আমেরিকায় চিনা পণ্যের উপর নজিরবিহীনভাবে ১২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। পাল্টা চিন বলেছে, আমেরিকা আলোচনায় বসতে চাইলে তাদের দরজা খোলা। কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপের কাছে মাথা নত করবে না বেজিং। বৃহস্পতিবার একথা জানিয়েছেন চিনের বাণিজ্য দফতরের মুখপাত্র হে ইয়ংকিয়ান। তিনি বলেন, যদি আমেরিকা কথা বলতে চায়, তবে আমাদের দরজা খোলা রয়েছে। কিন্তু সেই আলোচনা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে। মার্কিন প্রশাসন মনে রাখুক, চাপ দিয়ে বা হুমকি দিয়ে কিংবা ব্ল্যাকমেল করে চিনের সঙ্গে বোঝাপড়ায় আসা যায় না।
আরও পড়ুন- জমি দুর্নীতি মামলা: হাসিনা ও পুতুলের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা