পারথ, ২৮ নভেম্বর : যশস্বী জয়সোয়ালকে প্রশংসায় ভরিয়ে দিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনি বলেছেন, যশস্বী ভারতীয় ক্রিকেটের বিশাল প্রতিভা। পারথে প্রথম টেস্টে বাঁহাতি ওপেনার ১৬১ রান করেছিলেন। অনূকুল পিচেও অস্ট্রেলিয়ার নামী ফাস্ট বোলাররা তাঁকে বিপাকে ফেলতে পারেননি।
স্টার স্পোর্টসে স্টার্ক (Mitchell Starc) যশস্বীকে নিয়ে বলেছেন, ওর এটা প্রথম ম্যাচ ছিল না। ফলে যশস্বীকে ঘিরে একটা হাইপ আগেই তৈরি হয়ে গিয়েছিল। ও ভীষণ স্কিলফুল ক্রিকেটার। সেটা আমরা ভারতের দ্বিতীয় ইনিংসে দেখেছি। ভারতীয় ক্রিকেটের জন্য যশস্বী বিশাল প্রতিভা। ও অনেকদিন ভারতের হয়ে খেলবে। প্রথম ইনিংসে ওকে তাড়াতাড়ি আউট করতে পেরেছিলাম বলে ভাল লাগছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ও সেটা পুষিয়ে নিয়েছে।
আরও পড়ুন- সন্ন্যাসীদের সামনে রেখে পুলিশকে হামলা বিজেপির
যশস্বীর চারটি আন্তর্জাতিক সেঞ্চুরির সব ক’টিতে দেড়শোর বেশি রান রয়েছে। প্রথম ১৫ টেস্টে বিজয় হাজারের যে ১৪২০ রান ছিল, সেটাও পিছনে ফেলে দিয়েছেন মুম্বই ব্যাটার। ইতিমধ্যেই প্রাক্তনদের অনেকে যশস্বীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এবার স্টার্কও তরুণ ভারতীয় ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হলেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। তার আগে ভারতীয় দল ক্যানবেরায় একটি দিন-রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা অলরাউন্ডার জানিয়েছেন, যশস্বী, জসপ্রীত বুমরারা প্রজন্মের প্রতিভা।
মাত্র ২২ বছরে যশস্বীর ব্যাটিংশৈলী এবং সাফল্য ছুঁয়ে গিয়েছে সবাইকে। একটি পডকাস্টে ম্যাক্সওয়েল ভবিষ্যদ্বাণীই করে বসলেন ভারতীয় তরুণকে নিয়ে। দাপুটে অস্ট্রেলীয় অলরাউন্ডারের দাবি, ‘‘যশস্বী যখন কেরিয়ার শেষ করবে, তখন সম্ভবত ওর নামের পাশে থাকবে ৪০টির বেশি টেস্ট শতরান এবং আরও অনেক রেকর্ডও গড়বে। বিভিন্ন পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দুর্দান্ত ক্ষমতা রয়েছে ছেলেটির।’’ ম্যাক্সওয়েল আরও বলছেন, ‘‘যদি অস্ট্রেলিয়া সিরিজের বাকি ম্যাচগুলোতে ওকে থামানোর রাস্তা খুঁজে না পায় তাহলে ও কিন্তু আতঙ্ক হয়ে উঠবে বোলারদের কাছে।’’ যোগ করেন, ‘‘এমন কিছু শট খেলে জয়সওয়াল, মনে হয় যেন হাইলাইটস দেখছি। বল ছাড়া, শট খেলার সময় ওর ফুটওয়ার্ক থাকে প্রায় নিখুঁত। মনে হয় না, সেখানে অনেক দুর্বলতা রয়েছে। শর্ট বল ভাল খেলে, ড্রাইভ করে দুর্দান্ত, স্পিন অবিশ্বাস্য খেলে এবং চাপ কাটিয়ে দিতে পারে অনায়াসে।’’