প্রতিবেদন : ইরানি ট্রফিতে (Irani Trophy) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে রানের পাহাড় গড়ার ইঙ্গিত দিচ্ছে অবিশষ্ট ভারত। সৌজন্যে যশস্বী জয়সওয়াল এবং অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। বাঁ হাতি যশস্বীর ব্যাট থেকে এসেছে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। বাংলার অভিমন্যু করেছেন দেড়শো। প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারতের রান ৩ উইকেটে ৩৮১।
অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল মাত্র ২ রান করে আউট হওয়ার পর, দ্বিতীয় উইকেটে ৩৭১ রান যোগ করেন অভিমন্যু ও যশস্বী। তবে দু’জনেই আউট হয়েছেন শেষবেলায়। ২৪০ বলে ১৭টি চার ও ২টি ছয়ের সাহায্য ১৫৪ করে রান আউট হন অভিমন্যু (Abhimanyu Easwaran)। অন্যদিকে, যশস্বীর অবদান ২৫৯ বলে ২১৩ রানের অনবদ্য ইনিংস।
আরও পড়ুন: ধোনি অন্য স্তরের নেতা : ডুপ্লেসি
এদিকে, অভিমন্যু এবং মুকেশ কুমার খেললেও, অবশিষ্ট ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাননি বাংলার আরও দুই ক্রিকেটার সুদীপ ঘরামি ও আকাশদীপ। যা নিয়ে বুধবার ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। নির্বাচকদের একহাত নিয়ে নিয়ে বলেন, ‘‘অদ্ভুত দল নির্বাচন। সুদীপ এবারের রঞ্জিতে আটশোর বেশি রান করেছে। আকাশ ৪০-এর বেশি উইকেট নিয়েছে। অথচ ওদের দু’জনকেই বাদ দেওয়া হল! যশ ঢুল, বাবা ইন্দ্রজিতের মতো ব্যাটাররা, যারা সুদীপের থেকে কম রান করেছে তারা খেলছে!’’
লক্ষ্মী আরও বলেন, ‘‘দিল্লির পেসার নভদীপ সাইনি এবার একটিও রঞ্জি ম্যাচ খেলেনি। ও খেলছে অথচ আকাশ এতগুলো উইকেট নিয়েও বাদ! খুবই হতাশাজনক সিদ্ধান্ত। এতে প্রতিভাবান ক্রিকেটাররা হতাশ হতে পারে। নির্বাচকদের এটা নিয়ে ভাবা উচিত।’’