প্রতিবেদন: কর্মসংস্থানের পথ দেখাচ্ছে যাত্রীসাথী অ্যাপ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিগুড়িতেও শুরু হয়েছে এই অ্যাপের পরিষেবা। যার মধ্য দিয়ে খুব সহজেই গাড়ি বুক করতে পারবেন আপনিও। তবে সেটা সরকারি ও পরিষেবা থাকছে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে। এই অ্যাপের মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারছেন চালকেরা। কেবলমাত্র চার চাকা গাড়ি নয়, বাইক পরিষেবা দিয়েও আয় করা যাচ্ছে প্রচুর টাকা।
আরও পড়ুন-জিডিপি বৃদ্ধির হার কমে দাঁড়াল ৫.৪%, আড়াই বছরে সর্বনিম্ন
মাত্র চার মাসের মধ্যে সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ব্যবসা করেছেন শিলিগুড়ির গাড়ি চালকরা। ১০ জুলাই চালু হওয়ার পর থেকে অ্যাপটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। এখনও পর্যন্ত প্রায় ২৪,০০০ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং বাইক ও চারচাকা মিলিয়ে ৩৭,০০০টি রাইড সম্পূর্ণ হয়েছে৷ আনুমানিক ৫,৯০০ জন চালক অ্যাপটিতে রেজিস্ট্রেশন করিয়েছেন। আসন্ন পর্যটন মরশুমে আরও আয় হবে বলে আশাবাদী গাড়ি চালকেরা। এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ বিশ্বচাঁদ ঠাকুর বলেন, প্রায়শই বেড়াতে এসে পর্যটকদের থেকে বাড়তি টাকা নেওয়া, প্রতারণার অভিযোগ আসে। সেই প্রতারণা রুখতে ও যাত্রীদের একটি সুরক্ষিত পরিষেবা দিতেই এই অ্যাপটির সূচনা করা হয়। ফোনের প্লে স্টোর থেকে খুব সহজেই এই অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা।