আপাতত মৃত্যুদণ্ড স্থগিত ইয়ামেনে বন্দি ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার (Nimisha Priya)। বুধবার ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। কতদিন তাঁর ফাঁসির নির্দেশ স্থগিত রাখা হয়েছে তা এখনও জানা যায়নি।
কেরলের বাসিন্দা নিমিশা (Nimisha Priya) নার্সের কাজ নিয়ে ইয়ামেনে গিয়েছিলেন। ২০০৮ সালে। এরপর তাঁর বিরুদ্ধে ২০১৭ সালে এক ব্যবসায়িক সঙ্গীকে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন নিমিশা। তাঁকে ফাঁসির নির্দেশ দেয় ইয়েমেনের আদালত। তখন থেকে তাঁর মৃত্যুদণ্ড আটকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিমিশার পরিবার। ইয়েমেনের সুপ্রিম কোর্টেও সাজা মকুবের আবেদন জানানো হয়। কিন্তু তা খারিজ হয়ে যায়।
আরও পড়ুন- ১২ লক্ষ বাঙালি হিন্দু এনআরসি তালিকায় কেন? হিমন্তকে প্রশ্নবাণ
নিমিশার মৃত্যুদণ্ড যাতে কার্যকর না হয় এ জন্য ইয়েমেনের খ্যাতনামা সুফি পণ্ডিত শেখ হাবিব উমর সোমবার রাত থেকে এ নিয়ে মধ্যস্থতা শুরু করেন। যাঁকে খুনের দায়ে নিমিষার মৃত্যুদণ্ড হয়েছে, সেই তালাল আবদো মহদি-র ভাইকে নিয়ে আলোচনায় বসেন ইয়েমেন সরকারের এক প্রতিনিধি এবং সেখানকার সুপ্রিম কোর্টের এক বিচারক। দু’পক্ষের মধ্যস্থতায় রয়েছেন সুফি পণ্ডিত শেখ হাবিব উমর বিন হাফিজ। মঙ্গলবারই সেই আলোচনায় দ্বিতীয় মধ্যস্থকারীর ভূমিকা নেন প্রভাবশালী সুন্নি নেতা কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়ার। মৃত্যুদণ্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেই বৈঠকে হতে পারে বলে মনে করা হচ্ছে।