প্রাক্তনীদের ক্যাম্পাসে ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ

গোটা শহরকে নাড়িয়ে দিয়েছে কসবায় (Kasba) গণধর্ষণের ঘটনা। কলেজচত্বরে প্রাক্তনীদের অবাধ যাতায়াত নিয়ে আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল

Must read

গোটা শহরকে নাড়িয়ে দিয়েছে কসবায় (Kasba) গণধর্ষণের ঘটনা। কলেজচত্বরে প্রাক্তনীদের অবাধ যাতায়াত নিয়ে আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। এবার দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ তাদের প্রতিষ্ঠানের যে কোনও অনুষ্ঠানে প্রাক্তনীদের আমন্ত্রণের বিষয়ে বিধিনিষেধ জারি করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কলেজেরই প্রাক্তনী আর এবার সেই ছাত্র সংসদের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার পাঁচ বছর পর্যন্ত কলেজের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা তারা কোনভাবেই যোগদান করতে পারবে না। ছাত্র সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিষয়েও।

আরও পড়ুন-রাজ্য়ে প্রথম AI হাবের ‘অকুপেন্সি সার্টিফিকেট’ মিলল, ৫০০০ কর্ম সংস্থান: উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

সরস্বতীপুজো, প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো কয়েকটি অনুষ্ঠানে পাঁচ বছরের মধ্যে পাশ করা পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকায় ছাড় দেওয়া হবে। কোন বিশেষ কৃতিত্বের অধিকারী হলে অনধিক পাঁচ বছরের প্রাক্তনীরা ছাড় পাবেন। রাজ্য জুড়েই বিভিন্ন কলেজে ‘প্রভাবশালী’ প্রাক্তনীদের নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই অবস্থায় যোগেশচন্দ্র আইন কলেজের ছাত্র সংসদের এই নির্দেশিকা বেশ তাৎপর্যপূর্ণ। গত ফেব্রুয়ারিতে সরস্বতীপুজোয় বহিরাগতদের ঘিরে সমস্যার পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের প্রবেশে বিধিনিষেধ জারি করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

 

Latest article