প্রতিবেদন : গোটা বাংলা আজ আনন্দিত ও গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের মাটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজে ২৭ মার্চ বক্তব্য পেশ করবেন। তাঁর সেই বক্তৃতা বিশ্বব্যাপী শোনানোর ব্যবস্থা করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানান যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের ৫০ জন পড়ুয়া। তাঁদের আবেদনে সাড়া দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী এই বক্তব্য প্রচারের জন্য লিঙ্ক দিয়ে সম্মতি বার্তা পাঠানো হয়েছে যোগেশচন্দ্র ল’ কলেজের পড়ুয়াদের কাছে।
আরও পড়ুন-জোড়া অক্ষরেখা, বৃষ্টির জেরে কমবে তাপমাত্রা
শুক্রবার ল’ কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তথা কেলগ কলেজের প্রেসিডেন্ট জোনাথন মিচিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সহ-উপাচার্যকে ই-মেইল করে তাঁরা জানান, তাঁদের কলেজেরই প্রাক্তনী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে তাঁর বক্তৃতা বিশ্বব্যাপী শোনানোর ব্যবস্থা করা হোক। ছাত্র-ছাত্রীদের পাঠানো সেই ই-মেইলের উত্তর এসেছে। অক্সফোর্ড থেকে জানানো হয়েছে,
মমতার বক্তৃতা অনলাইনে সম্প্রচারিত করা হবে।
https://www.eventbrite.co.uk/e/online-in-conversation-with-chief-minister-of-west-bengal-mamata-banerjee-tickets-1254504559909?aff=oddtdtcreator লিঙ্কে ক্লিক করলেই শোনা যাবে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধ্যাপক জোনাথন মিচি এবং লর্ড করণ বিলিমোরিয়ার কথোপকথন সম্প্রচারিত হবে www.eventbrite.co.uk ওয়েবসাইটে।