কৃতিত্ব নিতে অসত্য তথ্য পেশ যোগীর

Must read

ফের মুখ পুড়ল বিজেপির। মিথ্যাচার ফাঁস উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের। বেকারত্বের হার নিয়ে সরকারি সম্মেলনে নির্জলা মিথ্যা তথ্য পেশ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিন কয়েক আগে লখনউতে এক সম্মেলনে তিনি দাবি করেন, রাজ্যে বেকারত্বের হার ১৮% থেকে কমে হয়েছে ২.৯%। একইসঙ্গে তাঁর দাবি বিজেপি আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষ্যণীয় উন্নতি হয়েছে। অথচ যোগীর এই বক্তব্যের ঠিক উল্টো রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। তাদের বক্তব্য, ২০১৭ সালে যোগী যখন দায়িত্ব নেন তখন বেকারত্বের হার ছিল ২.৪%, অর্থাৎ যোগীর ১৮% দাবির চেয়ে অনেক কম। বরং ২০২০ সালের এপ্রিলে করোনার সময় বেকারত্বের হার বেড়ে হয় ২১.৫%। পরিসংখ্যানেই স্পষ্ট, যোগীর আমলে পরিস্থিতির অবনতি হয়েছে। বহু মানুষ কাজ হারিয়েছেন, নতুন কর্মসংস্থানও সেভাবে হয়নি। ফলে সার্বিক বেকারত্বের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন- ত্রিপুরা উপনির্বাচন: আগরতলায় দুয়ারে সায়নী, সুরমার সভায় বাজিমাত সায়ন্তিকার

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান দফতরের সমীক্ষা অনুযায়ী, ২০১৭-’১৮ সালে উত্তরপ্রদেশে বেকারত্বের হার ছিল ৬.২% আর ২০১৯-’২০ সালে বেকারত্বের হার হয় ৪.৪%। ২০২১-এর অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে শহরাঞ্চলে যুবকদের বেকারত্বের হার বেড়ে হয় ৯.৪%। কেন্দ্রীয় সরকার এবং সিএমআইই দুই সমীক্ষার রিপোর্টেই স্পষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে উত্তরপ্রদেশের জনগণের সামনে অসত্য তথ্য তুলে ধরছেন বিজেপির মুখ্যমন্ত্রী।

Latest article