নিজের বিধানসভা কেন্দ্রেই ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে যোগী রাজ্যের বিজেপি বিধায়ক

Must read

সম্প্রতি তিন কৃষি আইন বাতিল করা হলেও তা নিয়ে কৃষকদের মনে ক্ষোভ জমেছিল। বুধবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল। যার ফলেএবার নিজের বিধানসভায় নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো তাড়া খেয়ে ফিরতে হল বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী (Vikram Singh Saini) কে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের মুজফফরনগরের মনব্বরপুর গ্রাম।

আরও পড়ুন – আর জি কর-এ বহিরাগতদের হামলা, এমআরআই বিভাগে তাণ্ডব 

খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী (Vikram Singh Saini) বুধবার একটি সভা করতে গিয়েছিলেন সেখানে। বিধায়ক পৌঁছতেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরেন। বিধায়ককে দেখামাত্রই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে বিধায়কও মেজাজ হারান। ফলে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ বিক্ষোভকারীদের চাপে পড়ে সভা না করেই ফিরে আসতে বাধ্য হন বিজেপি বিধায়ক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের।

Latest article