প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগামছাড়া নারী নির্যাতনের ঘটনার ভয়াবহ চিত্র উঠে এল জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে। বলা হয়েছে, দেশে অপরাধের প্রবণতা ৩০ শতাংশ বেড়েছে। যার মধ্যে অর্ধেকেরও বেশি বেড়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। মণিপুরের ঘটনা নিয়ে যখন সংসদ ও দেশ উত্তাল, তখন মহিলা কমিশনের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২২ সালে দেশে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের ৩৩,৯৫৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
আরও পড়ুন-অধ্যবসায়ের জোরে ভিক্ষুক থেকে সফল মাছ-ব্যবসায়ী
পূর্ববর্তী অর্থাৎ ২০২১ সালের তুলনায় যা ৩০ শতাংশ বেশি। তবে মহিলাদের উপর অপরাধের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্যে। বিজেপি শাসিত এই রাজ্যে ২০২২ সালে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে ১৬,৮৭২টি। শতাংশের বিচারে যা ৫৪.৫ শতাংশ। এরপরেই সবচেয়ে বেশি ১০ শতাংশ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে দিল্লিতে। এই তালিকায় এরপর পর্যায়ক্রমে রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি। তারপর রয়েছে রাজস্থান, তামিলনাড়ু, কর্নাটকের মতো রাজ্য।
আরও পড়ুন-কৃষিভিত্তিক শিল্পে ২৩০০ কোটি বিনিয়োগ
মহিলা কমিশনের রিপোর্ট বলছে, মহিলাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে তার অধিকাংশই মানসিক নির্যাতন ও গার্হস্থ্য হিংসার। ২০২২ সালে মানসিক নির্যাতন ও মর্যাদাহানির অভিযোগ নথিভুক্ত হয়েছে ৯,৭১০টি। গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে ৬,৯৭০টি। পণজনিত নিগ্রহের অভিযোগ ৪,৬০০টি। আড়াই হাজারেরও বেশি শ্লীলতাহানির অভিযোগ। ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো মারাত্মক অপরাধের অভিযোগ ১৭০১টি। পুলিশের বিরুদ্ধে অভিযোগকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ জমা পড়েছে ১৬২৩টি। সাইবার অপরাধের অভিযোগ দায়ের হয়েছে ৯২৪টি।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…