পরিবারের সদস্যকেই হুমকি, কোটি টাকা দাবি যোগীরাজ্যের পুলিশের

ছেলেকে অপহরণ এবং খুনের হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করল যোগীরাজ্যের এক পুলিশ কনস্টেবল।

Must read

প্রতিবেদন: এই হল যোগীরাজ্যের পুলিশ। দুর্বৃত্ত দমন করার দায়িত্ব যাদের হাতে, তাদেরই একজন দুর্বৃত্তের ভূমিকায়। ছেলেকে অপহরণ এবং খুনের হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করল যোগীরাজ্যের এক পুলিশ কনস্টেবল। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, ওই ব্যবসায়ী পুলিশ কনস্টেবলেরই পরিবারের সদস্য। তাঁকেই হুমকি দেয় আজিজ গৌতম নামে মথুরার জেলখানায় কর্মরত ওই কনস্টেবল। দাবি করে, ১ কোটি টাকা দিতে হবে। নাহলে অপহরণ করে খুন করা হবে তাঁর ২১ বছরের ছেলেকে। এইভাবে একের পর এক ঘটনা প্রমাণ করছে, যোগীরাজ্যে এখন তোলাবাজের ভূমিকা নিচ্ছে পুলিশ।

আরও পড়ুন-সেবি প্রধানের সাফাই: পাল্টা আবার সরব হিন্ডেনবার্গ

কয়েকদিন আগেই আলু-তোলাবাজির অভিযোগ উঠেছে এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঠিক কী হয়েছিল ঘটনাটা? সম্প্রতি আজিজ জানতে পারেন তাঁর পরিবারের এক সদস্য রামকুমার এক জমির বিক্রির মাধ্যমে ২ কোটি টাকা পেতে চলেছেন। এর পরই টাকা হাতাতে ষড়যন্ত্র করেন আজিজ। গত ৫ অগাস্ট রামকুমারকে ফোনে হুমকি দেন তিনি। এমন অপ্রত্যাশিত হুমকি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন রামকুমার। অভিযোগ পেয়েই মাঠে নামে পুলিশ। ফোনের সূত্র ধরে পুলিশ কনস্টেবল আজিজকে গ্রেফতার করা হয় তাঁর গ্রামের বাড়ি থেকে। অভিযুক্তের কাছ থেকে একটি দেশি পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে।

Latest article