সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য ফের বুলডোজার অ্যাকশন যোগীর

এদিকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুলিতে মৃত পাপ্পু সিংয়ের সঙ্গে মন্নু সিংয়ের দীর্ঘদিনের বিবাদ। মঙ্গলবার সামান্য ঘটনা নিয়ে ৩ জনকে খুন সম্ভবত তারই পরিণতি।

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে সরাসরি অমান্য করল যোগী সরকার। খুনে অভিযুক্তের পরিবারের সদস্যদের বাড়িতে বুলডোজার চালিয়ে দিল যোগীর গেরুয়া প্রশাসন এবং পুলিশ। রাস্তা না ছাড়ায় মঙ্গলবার ফতেহপুর পাপ্পু সিং-সহ ৩ বাইক আরোহীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল ট্রাক্টরের আরোহী এলাকার প্রাক্তন প্রধান মন্নু সিং ও তার শাগরেদরা।

আরও পড়ুন-রাজধানীতে মাছবাজার বন্ধ করার খেলা বিজেপির, প্রতিবাদ তৃণমূলের

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। তারপরেই বুধবার সকালে মন্নুর বোন ও ছেলে জ্ঞান সিংয়ের বাড়িতে বুলডোজার অপারেশন শুরু করে প্রশাসন। অভিযোগ, ওই নির্মাণ অবৈধ। কিন্তু প্রশ্ন উঠেছে, অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় তুলে যথাযথ শাস্তি নিশ্চিত করাটাই তো কর্তব্য পুলিশ ও প্রশাসনের। কিন্তু তার আগেই এই বুলডোজার অ্যাকশন কেন? বিশেষ করে সুপ্রিম কোর্টের যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে এই ধরনের বুলডোজার অপারেশনের বিরুদ্ধে। তাহলে একটা অপরাধের বিহিত করতে গিয়ে প্রশাসন কি নিজেরাই অপরাধী হয়ে উঠছে না। এদিকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুলিতে মৃত পাপ্পু সিংয়ের সঙ্গে মন্নু সিংয়ের দীর্ঘদিনের বিবাদ। মঙ্গলবার সামান্য ঘটনা নিয়ে ৩ জনকে খুন সম্ভবত তারই পরিণতি।

Latest article