জাতীয়

মানুষখেকো নেকড়ে ধরতেও ব্যর্থ যোগীর বনদফতর

প্রতিবেদন: শুধু আইনশৃঙ্খলা রক্ষাতেই নিদারুন ব্যর্থতা নয়, নেকড়ের হানা থেকে অসহায় গ্রামবাসীদের রক্ষার ক্ষেত্রেও চূড়ান্ত অপদার্থতার পরিচয় দিচ্ছে যোগী সরকার। কিছুদিন আগেই বহারাইচে ভোররাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে ৬ বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়েছিল হিংস্র নেকড়ে। পরেরদিন সকালে আখের খেতে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত দেহ। এবার বহারাইচেই রাতের অন্ধকারে ঘরে ঢুকে মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা আড়াই বছরের অঞ্জোলিকে টেনে নিয়ে গেল নেকড়ে। দুহাত কামড়ে খাওয়ার পরে প্রায় ১ কিমি দূরে তাকে ফেলে রেখে চলে যায় মানুষখেকো হিংস্র জন্তুটি। ঘুম ভাঙার পরে কোলের শিশুর নিথর দেহ দেখে জ্ঞান হারান মা। এখানেই শেষ নয়, কিছুটা দূরে ৬০ বছরের এক বৃদ্ধর উপরেও হামলা চালায় নেকড়েটি। এই নিয়ে প্রায় ৭ থেকে ৮ জন মাত্র কিছুদিনের মধ্যে প্রাণ হারালেন নেকড়ের আক্রমণে। বাহরাইচ ও সীতাপুর জেলা মিলিয়ে নেকড়ের আক্রমণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২। জখম ৫০ জনেরও বেশি। শুধু বাহরাইচেই নেকড়ের ভয়ে কার্যত বিনিদ্র রজনী কাটছে ৩৫ টি গ্রামের মানুষের।
গ্রামবাসীরা বলছেন, এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৬টি নেকড়ের একটি দল। বন দফতরের দাবি, ধরা পড়েছে একটিমাত্র নেকড়ে। কিন্তু বন দফতরের দাবি, ৬টির মধ্যে ৪টিকেই বন্দি করেছে তারা। গ্রামবাসীরা যোগী সরকারের এই কথায় আদৌ বিশ্বাস করছেন না। তাদের বক্তব্য, নিজেদের অপদার্থতা চাপা দিতেই মিথ্যা গল্প সাজাচ্ছে বন দফতর।

আরও পড়ুন-হিলি রেল প্রকল্পের জন্য ৮১ একর জমি দিল জেলাপ্রশাসন

তবে নেকড়েদের ফাঁদে ফেলতে বন দফতর এক অদ্ভুত কৌশল নিয়েছে। ছোট ছোট পুতুলের গায়ে মূত্র মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে গ্রামের বিভিন্ন জায়গায়। তারপরে ড্রোন উড়িয়ে নজর রাখা হচ্ছে নেকড়ে শিশু মনে করে সেই পুতুলের কাছে আসছে কিনা। এলেই ফাঁদে ফেলার অপেক্ষায় থাকছে্ন প্রশিক্ষিত বনকর্মীরা। কিন্তু এই কৌশল আদৌ কতটা কাজে আসে সেটাই এখন দেখার বিষয়।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

28 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

36 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago