লন্ডন : বর্ণবৈষম্যের বিতর্কে জড়িয়ে কড়া শাস্তির মুখে ঐতিহ্যশালী কাউন্টি দল ইয়র্কশায়ার। আপাতত তাদের কোনও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে দেওয়া হবে না বলেই শুক্রবার জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ফলে অনির্দিষ্টকালের জন্য হেডিংলেতে কোনও আন্তর্জাতিক ম্যাচের আসর বসবে না। পাশাপাশি অভিযুক্ত মাইকেল ভন সমেত বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও কর্তাও শাস্তির কোপে পড়তে চলেছেন।
পাক বংশোদ্ভূত ক্রিকেটার তথা ইয়র্কশায়ার কাউন্টির খেলোয়াড় আজিম রফিকের অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নিল ইসিবি। প্রসঙ্গত, কিংবদন্তি ওপেনার জিওফ বয়কটের কাউন্টি ইয়র্কশায়ার। শচীন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ও একটা সময় এই দলের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। কিন্তু এমন ঐতিহ্যশালী দলের গায়েই লেগে গেল বর্ণবিদ্বেষী তকমার কালো দাগ!
আরও পড়ুন-রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে জয় পেল বাংলা
রফিক ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়র্কশায়ারের হয়ে খেলেছেন। কিন্তু তাঁর অভিযোগ, দীর্ঘ ১০ বছর খেলার পরেও তাঁর সব সময় মনে হয়েছে তিনি বাইরের লোক। এমনকী, সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্যেরও অভিযোগ তুলেছিলেন রফিক। আর এই অভিযোগে বিদ্ধ হয়েছেন ইয়র্কশায়ারের অধিনায়ক গ্যারি ব্যালান্স এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ব্যালান্স এই অভিযোগ স্বীকার করলেও, ভন অস্বীকার করেছেন। ইতিমধ্যেই ব্যালান্সকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। এবার কোপ পড়তে চলেছে ভনের ওপরে।
এদিকে, এই বিতর্কের মধ্যেই যাবতীয় দায় নিজের ওপরে নিয়ে পদত্যাগ করেছেন ইয়র্কশায়ারের চেয়ারম্যান রজার হাটন। সব মিলিয়ে বর্ণবৈষম্য বিতর্কে এই মুহূর্তে উত্তাল গোটা ইংল্যান্ড ক্রিকেট।