প্রতিবেদন: নজিরবিহীন কাণ্ড পাকিস্তানের পার্লামেন্টে। নিজের দেশেই প্রবল তোপের মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সেদেশের এক সাংসদ শরিফের উদ্দেশে বলেন, ভারতের বিরুদ্ধে একটাও বিবৃতি দেওয়ার হিম্মত নেই আপনার। সীমান্তে দাঁড়িয়ে থাকা পাক সেনারা আশা করেছিল, সরকার সাহসের সঙ্গে লড়াই করবে। তাদের পাশে থাকবে। অথচ ভারতের হামলার পর সরকারের শীর্ষমহল নিশ্চুপ! এতে কী বার্তা যাচ্ছে? সরকার করছেটা কী?
আরও পড়ুন-কেন্দ্রের নির্দেশে বন্ধ ৮ হাজারের বেশি ‘এক্স’ অ্যাকাউন্ট
পার্লামেন্টে দাঁড়িয়ে এরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নিশানা করে ওই সাংসদ বলেন, নেতাই যখন কাপুরুষের মতো আচরণ করেন, কঠিন পরিস্থিতিতে ভয় পান, তখন সীমান্তে লড়াই করা সেনাদের কাছে কী বার্তা যাচ্ছে? পাক সাংসদের এই মন্তব্যের পরই প্রকাশ্যে চলে এসেছে সেদেশের তীব্র অন্তর্কলহ। ক্রমেই চাপ বাড়ছে শাহবাজের উপর। সরকার ও সেনার উপর তাঁর নিয়ন্ত্রণ আলগা হচ্ছে। তবে ঘরের মাঠে এহেন তোপের মুখেও এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেননি চাপে থাকা পাক প্রধানমন্ত্রী।