রাজনীতি

”তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে”, আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে অনুপ্রাণিত করলেন মুখ্যমন্ত্রী

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ঋত্বিক ঘটক,স্যাম পেকেনপা, রিচার্ড বার্টন, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী এবং রাজ খোসলাকে। পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে দেখানো হবে ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’-সহ সাতটি ছবি। শুধু তাই নয়, নন্দনে অনুষ্ঠিত হবে তাঁকে নিয়ে বিশেষ প্রদর্শনী, ‘দ্য সাবঅল্টার্ন ভয়েস’। চলতি বছরের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর। এই অনুষ্ঠানে শিশির মঞ্চে বক্তব্য রাখবেন ‘শোলে’র পরিচালক রমেশ সিপ্পি। দেশ-বিদেশের অসংখ্য ছবির প্রদর্শনের মাধ্যমে সিনেমাপ্রেমীদের জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অন্যতম সুযোগ। এই মঞ্চেই মিশে যাচ্ছে দেশবিদেশের সংস্কৃতি ও ভাবধারা, বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত প্রত্যেক কর্মী ও শিল্পীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকেও জানালেন আন্তরিক কৃতজ্ঞতা।

আরও পড়ুন-আবেগঘন মুহূর্ত মঞ্চে, বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্যের শুরুতে বলেন, “আমি দেবকে বলছিলাম, সবাই সব কথা বলেছেন, আমি আর কী বলব! শুধু সকলকে ধন্যবাদ জানাই। ৩৯টি দেশ অংশ নিচ্ছে, ৩১৫টিরও বেশি ছবি দেখানো হবে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়— এমন সব গুণী মানুষদের জন্যই বিখ্যাত আমাদের বাংলা সিনেমা। আরও অনেকে আছেন, যাঁদের নাম হয়তো বলতে পারলাম না, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।”

আরও পড়ুন-ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বহরমপুরে

মুখ্যমন্ত্রী মনে করেন, “সিনেমা পৃথিবীকে একসূত্রে বাঁধে, মানবতাকে দৃঢ় করে। এর কোনও সীমানা নেই। পৃথিবী একটাই, আমরাও এক। সেটাই সিনেমার আসল উদ্দেশ্য। উৎসবে উত্তম কুমার ও সুচিত্রা সেনের ‘সপ্তপদী’ ছবিও প্রদর্শিত হবে। আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও। এর মাধ্যমে এমন মানুষদের উৎসাহ দেওয়া হয়েছে, যাঁদের ভাষা হয়তো অনেকেই বোঝেন না, কিন্তু তাঁদের হৃদয় খুব সুন্দর। তাঁদের এই বার্তাই দেওয়া হচ্ছে, তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে।”

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

14 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago