কোর্স শেষ হলেই ছাড়তে হবে হস্টেল, নির্দেশ যাদবপুরের

Must read

প্রতিবেদন: যাদবপুরের আবাসিক ছাত্রের মৃত্যুতে মূল অভিযুক্তরা অনেকেই এমন ছিলেন যারা পাশ করে যাওয়ার পরেও হোস্টেলে থাকতেন। এবার সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে হোস্টেলে থাকার ওপর বড় সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে কোন ধরনের পড়ুয়া পড়াশোনা শেষ হওয়ার পর কতদিন বিশ্ববিদ্যালয়ের আবাসনে থাকতে পারবে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে এবার আবাসিক পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় (Jadavpur university) কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, পড়াশোনা শেষ হওয়ার সাত দিনের মধ্যে আবাসিক পড়ুয়াকে হস্টেল ছেড়ে দিতে হবে। অপরদিকে, গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে এমন পড়ুয়াদের পড়াশোনা শেষ হওয়ার পর এক মাসের মধ্যে হস্টেল খালি করতে হবে। একইসঙ্গে হস্টেলের সুপারিন্টেডেন্টকে বিষয়টিতে কঠোর নজর দেওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন-শেষ দফা ভোটের আগে তথ্য দিলেন তৃণমূলনেত্রী, বিজেপি-সিপিএমের সেটিং দমদমে

Latest article