সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : শ্রম-সংগঠক বা সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজারদের (এসএলও) জন্য সুখবর। নতুন আর্থ বছরে তাদের ভাতা বাড়াল রাজ্য সরকার (West Bengal Government)। অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিভিন্ন প্রকল্পে আবেদনপিছু এসএলও-রা এখন থেকে বাড়তি ২৫ টাকা করে পাবেন। এতদিন অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের বিভিন্ন আবেদন প্রসেসিং ফি বাবদ এসএলও-রা কোনও কমিশন পেতেন না। শুধু সংশ্লিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করা পাসবই আপডেট করা প্রভৃতির জন্য আলাদা করে নির্দিষ্ট হারে কমিশন পান। নাম নথিভুক্তির জন্য ১০ টাকা, পাসবই আপডেটের জন্য ২ টাকা ৭০ পয়সা করে তাঁদের কমিশন ধার্য আছে। কিন্তু রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষ নথিভুক্ত অসংগঠিত শ্রমিক সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রভিডেন্ট ফান্ড, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা বা সন্তানের পড়াশোনার জন্য সরকারি সুবিধা ও আর্থিক সাহায্য পান। এইসব সুবিধার পাবার জন্য অসংগঠিত শ্রমিকদের আবেদনপিছু এখন থেকে ২৫ টাকা করে কমিশন পাবেন এসএলও-রা। নতুন অর্থ বর্ষে এই ধরনের প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়বে। এতদিন এসএলও-রা এই ধরনের আবেদন প্রসেসিংয়ের জন্য কোনও কমিশন পেতেন না। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, ২৫ টাকা কমিশনের পাশাপাশি সংশ্লিষ্ট পোর্টালে নাম তোলা, পাসবই আপডেট ইত্যাদির জন্য যা কমিশন ছিল, তা আগের মতোই বহাল থাকবে। প্রায় সাড়ে পাঁচ হাজার এসএলও রয়েছেন। রাজ্য সরকারের (West Bengal Government ) এই মানবিক সিদ্ধান্তে উপকৃত হবেন তাঁরা। এই মাস থেকেই নতুন অর্ডার কার্যকর হবে।’