১২ নভেম্বর, বুধবার ঋষিকেশের (Hrishikesh) একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিংয়ের সময়ে মাঝ আকাশে দড়ি ছিঁড়ে নীচে আছড়ে পড়লেন এক তরুণ পর্যটক। গুরুতর জখম হয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কমপক্ষে ৩৫ মিটার উঁচু থেকে আছড়ে পড়েছেন ওই ব্যক্তি।অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রিয় সকলের কাছে উইশ লিস্টের প্রথমেই থাকে ঋষিকেশের বাঞ্জি জাম্পিং। আর সেখানেই এমন দুর্ঘটনায় ফের প্রশ্ন উঠছে দেশের সকল এডভেঞ্চার স্পোর্টস নিয়ে।
আরও পড়ুন-মানুষের জীবন বিপন্ন করে ব্যবসা গ্রহণযোগ্য নয়! এজরা স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে জানালেন দমকলমন্ত্রী
বুকে আঘাত লেগেছিল তাই AIIMS ঋষিকেশে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাঝপথে দড়ি ছিঁড়ে একটি টিনের শিটে পড়ে রয়েছেন ওই তরুণ। গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জখম ব্যক্তির নাম সোনু কুমার। গুরুগ্রামের বাসিন্দা ওই পড়ুয়া। যদিও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। উত্তরাখণ্ডের পুলিশ একটি টেকনিক্যাল টিমের মাধ্যমে দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে। প্রাথমিকভাবে গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-যোগীরাজ্যে ৪০ জন ডাক্তারের সঙ্গে যোগাযোগ শাহিনের, সিম কার্ড পেতে হরিয়ানা মসজিদের ঠিকানা
প্রসঙ্গত, তেহরি গাড়োয়ালের জেলাশাসকের তরফে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেফটি অডিট করার কথাও জানানো হয়েছে।

