বর্ষবরণের রাতে মা ও চার বোনকে খুন করল যুবক

Must read

প্রতিবেদন : বর্ষবরণের রাতে নৃশংস হত্যাকাণ্ড যোগীরাজ্যের রাজধানী লখনউতে। নতুন বছরকে স্বাগত জানাতে আগ্রা থেকে সপরিবারে লখনউতে (Lucknow) এসে মা ও চার বোনকে খুন করল এক তরুণ৷ খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করল আততায়ী। তাকে গ্রেফতারও করে পুলিশ। চারবাগ রেলস্টেশনের কাছে নাকা থানা এলাকার একটি হোটেলে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। বুধবার সকালে হোটেলের একটি ঘর থেকেই উদ্ধার করা হয়েছে ৫ জনের মৃতদেহ। নতুন বছরের সকালে এই ভয়ঙ্কর ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিউরে উঠেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আত্মসমর্পণ করার পরে আরশাদ নামে বছর চব্বিশের ওই যুবক খুনের কারণও পুলিশের কাছে ব্যাখ্যা করেছে। এর বিশ্বাসযোগ্যতা কতটা তা নিয়ে পুলিশের যথেষ্ট সন্দেহ থাকলেও ধৃত যুবকের বয়ানের ভিত্তিতেই প্রাথমিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকটির দাবি, মঙ্গলবার রাতেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এবং প্রচুর মদ্যপান করিয়ে সুকৌশলে খুন করা হয়েছে ৫ জনকে। প্রাথমিকভাবে সে জানায়, সম্পত্তি নিয়ে বচসার কারণেই সে খুন করেছে নিজের মা-সহ পরিবারের মোট ৫ জনকে। পরে খুনের সপক্ষে এক অদ্ভুত অজুহাতও খাড়া করে সে। কী সেই অজুহাত? তার মা-বোনেদের দিকে কুনজর পড়েছিল জমি মাফিয়া এবং প্রোমোটরদের। সেই বিষনজর থেকে পরিবারের সম্মান রক্ষা করতেই সে খুন করেছে মা এবং ৪ বোনকে। জানা গিয়েছে, আগ্রার ইসলাম নগরের তেহরি বাগিয়ার কুবেরপুরের বাসিন্দা বছর চব্বিশের আরশাদ৷ মা আসমা এবং চার বোন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬), রাহমিন (১৮)-র সঙ্গে নববর্ষ উদযাপন করতে লখনউয়ে শরণজিৎ হোটেলে ঘর নিয়েছিল সে। তারপর নববর্ষের পার্টি শেষে তাদের খুন করে আরশাদ৷ খুনি আরশাদের বয়ানের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ২০২৫-এর শুরুতেই সুখবর! একাধিক দফতরের শূন্যপদ পূরণে উদ্যোগী রাজ্য

Latest article