মাঝনদীতে দাঁড়িয়ে কাতর আবেদন যুবকের, সেলফি তুলতে গিয়ে ধাক্কা স্ত্রীর

যদিও অবশেষে ওই যুবককে উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী দাবি করেছেন, তিনি ধাক্কা দেননি। ছবি তোলার সময়ে যুবক নদীতে পড়ে গিয়েছিলেন।

Must read

কর্নাটকের (Karnataka) রায়চুর জেলায় গুরজাপুর সেতু তথা বাঁধের কাছে কৃষ্ণা নদীর মাঝে একটি শিলাখণ্ডের উপর দাঁড়িয়ে প্রাণভিক্ষা করে চিৎকার করছেন যুবক। তিনি অভিযোগ করেন, নিজস্বী তোলার সময়ে তাঁকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছেন স্ত্রী। সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (জাগো বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি)। যদিও অবশেষে ওই যুবককে উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী দাবি করেছেন, তিনি ধাক্কা দেননি। ছবি তোলার সময়ে যুবক নদীতে পড়ে গিয়েছিলেন।

আরও পড়ুন-নীতীশের রাজ্যে খু.ন বিজেপির কিষাণ মোর্চার নেতা সুরেন্দ্র কেওয়াত

বাঁধের রক্ষীরা এই ঘটনা প্রসঙ্গে জানান ওই যুবক রায়চুরের বাসিন্দা। যুবক উদ্ধার হওয়ার পর জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে বাইকে চেপে গুরজাপুর বাঁধে যাচ্ছিলেন তিনি। বাঁধের কিছুটা আগে বাইক থামিয়ে কৃষ্ণা নদীর তীরে একটি শিলার উপর দাঁড়িয়ে দু’জনে ছবি তুলছিলেন। সেই সময়েই হঠাৎ তাঁকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন তাঁর স্ত্রী। তিনি কোনওমতে মাঝনদীতে একটি পাথরের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে বাঁধের কর্মী এবং পথচারীরা নদীতে দড়ি ফেলে যুবককে উদ্ধার করেন।

আরও পড়ুন-সোমবার থেকে নিখোঁজ পঞ্জাবের গোয়েন্দা বিভাগের কনস্টেবল

যদিও ভিডিয়োতে তাঁর স্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি ওঁকে ধাক্কা দিইনি। ও পড়ে গিয়েছে।’’ তবে জানা গিয়েছে যুবককে উদ্ধারের পরে স্বামী-স্ত্রী বাইকে করে সেখান থেকে চলে যান। থানায় এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Latest article