প্রতিবেদন : মন্দারমণির হোটেল থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম আবুল নাসা। এই ঘটনায় মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আবুলের বান্ধবীকে আটক করেছে পুলিশ। আমডাঙা থেকে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন আবুল। শনিবার সকালে হোটেলের ঘর থেকে আবুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছনোর পরেই খুনের অভিযোগ করেন আবুলের স্ত্রী। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে গিয়েছিলেন, তাঁকে আটক করেছে পুলিশ। মৃতের বন্ধুদের দাবি, তিনি আত্মহত্যা করতে পারেন না। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ তদন্তে নেমেছে। সম্পর্কের জটিলতায় এই ঘটনা, বলছেন তদন্তকারীরা। সূত্রের খবর, বেড়াতে এসে কোনও কারণে আবুল ও তাঁর বান্ধবীর মধ্যে মনোমালিন্য হয়। তার পরেই হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, একটি ঝুলন্ত দেহ হোটেলে পাওয়া গিয়েছে। ময়নাতদন্তে পাঠিয়েছি।
আরও পড়ুন- ভগবানপুরে কৃষি সমবায় ভোটে বিরাট জয় তৃণমূল কংগ্রেসের