অবতরণের পরেই ২৮ বছরের বিমানচালক (Pilot) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত। সূত্রের খবর এদিন চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তাঁর। অবতরণের পরে পাইলটের বুকে ব্যথা হয় এবং বিমানের ভিতরে হঠাৎ বমি করতে শুরু করেছিলেন তিনি।পরিস্থিতির গুরুত্ব বুঝে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন কো-পাইলট। কিন্তু কোনও চিকিৎসার সুযোগ না দিয়েই তিনি মারা যান।
আরও পড়ুন-অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার ঘটনায় কেন চুপ ছিলেন? বিরোধীদের তুলোধনা দেবাংশুর
মৃত পাইলটের বয়স ২৮ বছর এবং তিনি সদ্যবিবাহিত। অবাঞ্ছিত কোনরকম বিতর্ক এড়াতে ঘটনাস্থল এবং মৃতের নাম গোপন রাখা হচ্ছে বলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিবৃতিতে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছরে ভারতীয় বিমান পরিচালনা সংস্থাগুলিতে বেশ কয়েক জন পাইলট কর্তব্যরত অবস্থার হৃদ্রোগে মারা গিয়েছেন। মনে করা হচ্ছে প্রয়োজনীয় বিশ্রামের অভাবে এই জাতীয় ঘটনা বারংবার হচ্ছে। জানা গিয়েছে, দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) ১ জুলাই থেকে বিমানচালকদের বিশ্রামের নতুন বিধি কার্যকর করতে চলেছে। নতুন নিয়মে পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে।